শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

জিটিবি নিউজঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় দুরন্ত গার্মেন্টস শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ বৃহস্পতিবার দুপরে এই কর্মসূচির কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া বেতনের জন্য বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। পরে মালিকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর কর্তৃপক্ষ ৭ মে বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকেরা তা না মেনে আন্দোলন অব্যাহত রাখে। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কারখানার শ্রমিক সুইং অপারেটর আরমান হোসেন জানান, একাধিকবার তারিখ দিয়েও তাঁদের বেতন দেয়নি মালিকপক্ষ। তাদের ফেব্রুয়ারি এবং মার্চ মার্চের বেতন-ভাতা বকেয়া রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে হাতে কোনো টাকা-পয়সাও নেই। ধার-দেনা করে চলছেন। এখন কেউ ধারও দিতে চায় না। বাড়ি-ভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারছেন না। দোকান মালিক, বাড়ির মালিক টাকার জন্য আমাদের চাপ দিচ্ছে। তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335