শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চালু করেছে ইরান

শনিবার চালানো ইরানি হামলার প্রতিশোধ নিতে প্রায় এক সপ্তাহ পর আজ শুক্রবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা জানা যায়নি।

যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো এই হামলার বিষয়ে মুখ খোলেনি।

তবে ইরানের বেশ কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের একটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ।

 

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন।

বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বেশির ভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করার দাবি করে তেল আবিব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335