শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে জুয়ার আসর, সন্দেহভাজন ঘোরাফেরা আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে ১৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পুলিশ শুক্রবার জেল হাজতে পাঠিয়েছে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড আন্তঃ জেলা ট্রাক অফিসের ভিতরে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় মুরইল পূর্বপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), চাটখইর গ্রামের ওমর আলীর ছেলে মাসুদ রানা উজ্জল (৩৫), পুশিন্দা সরদার পাড়ার মৃত মজিবর সরদারের ছেলে জিয়ারুল সরদার (২৯) মুরইল কোনাপাড়ার মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে বাবলু মন্ডল (৬০) কে গ্রেফতার করে। অপর আরেক অভিযানে নশরতপুর বাজারে রাতে সন্দেহভাজন ঘোরাফেরা কালে মুরইল বাজারের মুসলিম মন্ডলের ছেলে আকাশ মন্ডল (৩০), জিনইর গ্রামের মৃত তাছের মন্ডলের ছেলে রবিউল মন্ডল (২৮), বিনসারা গ্রামের নূর ইসলামের ছেলে নাছির উদ্দিন (৪০), শালগ্রামের মৃত ওমর আলীর ছেলে ফারুক (৫০) দুপচাঁচিয়ার মাজিন্দা গ্রামের এবারত আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৮) কে গ্রেফতার করে। এছাড়াও আদারতের গ্রেফতারী পরোয়ানা মূলে আরোও চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, রেজাউল নবী, দেলোয়ার হোসেন, সজিব হোসেন আছিয়া বিবি।

থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশী বিশেষ অভিযানে জুয়ার আসর গ্রেফতারী পরোয়ানা সহ সকল আসামীদের শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধরনের অভিযান অব্যাহত থাকবে।  ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335