শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

আদমদীঘিতে সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,সমবায় অফিসার আব্দুস সালাম,ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি,সার ডিলার উপজেলা বিএডিসি সভাপতি আব্দুল মজিদ,বিএফএ সভাপতি রফিকুল ইসলাম,সার-বীজ মনিটরিং কমিটির সদস্য মিহির কুমার সরকার,কৃষক প্রতিনিধি শেখ জালাল উদ্দীন প্রমুখ। সভায় উপজেলা কৃষি অফিসার বলেন,আদমদীঘি উপজেলায় সারের কোন ঘারতি নেই। চলতি মাসে এই উপজেলায় ৬৬০ মেঃটন ইউরিয়া সার,২৬০ মেঃটন টিএসপি সার,৩৫০ মেঃটন এমওপি সার এবং ৫৫১ মেঃটন ডিএপি সার বরাদ্দ রয়েছে। এছাড়া আলু,সরিয়া ও ইরিবোরো আবাদের জন্য পর্যাপ্ত পরিমান বরাদ্দ পাওয়া যাবে। চাহিদার তুলনায় পর্যাপ্ত বরাদ্দ থাকায় কৃষকদের সারের কোন সংকট হবে না। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335