মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

পাকিস্তানের অভিযোগ নিয়ে কী বললেন আইসিসি প্রধান?

জিটিবি অনলাইন ডেস্ক :-  বিশ্বকাপের চলতি আসর নিয়ে চলছে তর্ক-বিতর্কের ঝড়। দর্শকখরা আর পিচের মান নিয়ে আলোচনা হচ্ছে হরহামেশাই। বিশ্বকাপের ১১দিন পার হলেও এখন পর্যন্ত দর্শক বিবেচনায় বৈশ্বিক আসরটি জমে উঠেনি। স্বাগতিক ভারতের ম্যাচ ব্যতীত প্রায় সব ম্যাচেই খালি গ্যালারি চোখে পড়েছে। আবার ভারতের ম্যাচে পিচের প্রকৃতি নিয়েও আছে বিস্তর অভিযোগ।

আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচে অবশ্য এসেছিলেন ১ লাখ ৩২ হাজার দর্শক। এদের মধ্যে প্রায় সবাই ছিলেন ভারতীয়। ভিসা জটিলতায় আসা হয়নি পাকিস্তান সমর্থকদের। এই নিয়ে কড়া অভিযোগ করেছিলেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। আহমেদাবাদের আবহ দেখে তার কাছে নাকি মনে হয়েছে, এটা আইসিসি নয়, বরং বিসিসিআইয়ের কোনো ইভেন্ট।

গতকাল ভারতের মুম্বাইয়ে সাংবাদিকদের সামনে এসেছিলেন আইসিসি প্রধান গ্রেগ বার্কলে। সেখানে আসে আর্থারের মন্তব্যের প্রসঙ্গও। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রতিটি ইভেন্ট নিয়েই বিভিন্ন মহল থেকে সব সময়ই সমালোচনা হয়। এসব নিয়েই আমরা এগিয়ে যাব এবং আরও ভালো করার চেষ্টা করব।’

 

বিশ্বকাপে দর্শক–খরা নিয়ে বার্কলের খুব একটা উদ্বেগ নেই। তার মতে, এখনও বিশ্বকাপ কেবল ‘শুরু’ হয়েছে, ‘ইভেন্টটা কেবল শুরু হয়েছে। দেখা যাক, পুরো টুর্নামেন্টটা কেমন হয়। টুর্নামেন্ট শেষে আমরা পর্যালোচনা করব, দেখব বিশ্বকাপগুলো আর ক্রিকেটের অন্যান্য সুবিধার উন্নতি কীভাবে করা যায়।’

শেষে বার্কলে সফল একটি বিশ্বকাপের প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন, ‘আমার বিশ্বাস যে এটা অসাধারণ এক বিশ্বকাপ হবে।’ ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335