মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

পুরনো ফোনের যত্ন

জিটিবি অনলাইন ডেস্ক :-  পুরনো ফোন ধীরে ধীরে অকেজো হতে শুরু করে। তবে অনেক সময় পুরনো ফোনটিকেও একেবারে নতুনের মতো করা যায়। এ জন্য নিয়মিত ফোনটিকে আপডেট করুন

পুরনো ফোনের ঝক্কিও কম নয়। একটু পর পর হ্যাং করে অনেক সময়। পুরনো ফোন ধীরে ধীরে অকেজো হতে শুরু করে। তবে অনেক সময় পুরনো ফোনটিকেও একেবারে নতুনের মতো করা যায়। এ জন্য নিয়মিত ফোনটিকে আপডেট করুন। ফোন কোম্পানি নিয়মিত তার নির্ধারিত ফোনের জন্য আপডেট দেয়। যাতে ফোনের পারফরম্যান্স, সিকিউরিটি, বাগ ফিক্স করা যায়। অত্যাধুনিক সফটওয়্যার ফোনে ইনস্টল করে পারফরম্যান্স বাড়ানো যায়।

চলুন দেখে নেওয়া যাক ফোন আপডেট করবেন যেভাবে-

 

♦ ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ডিভাইসে যান। সেখান থেকে সফটওয়্যার আপডেটে ট্যাপ করুন। পুরনো ফোন একেবারে নতুনের মতো হয়ে যাবে।

♦ নতুন অ্যাপ ইনস্টল করলে সেই অ্যাপ পারমিশন চাইবে। আপনার যে সব প্রয়োজনে সেই অ্যাপ দরকার, শুধু সেগুলোর পারমিশন দিন। সবক্ষেত্রে পারমিশন দিলে ফোন স্লো হয়ে যেতে পারে।

♦ সব সময় ফোনের ক্যাশ ফাইলস ক্লিয়ার করুন। এতে ফোন স্লো হওয়ার প্রবণতা কমবে অনেকখানি। ফোনের স্টোরেজও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335