শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

মুক্তির ২ মাস পরেও স্টার সিনেপ্লেক্সে চলছে ‘প্রিয়তমা’

নিজস্ব প্রতিবেদক: গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ প্রায় ২ মাস ধরে স্টার সিনেপ্লেক্সে চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেই সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে সেভাবে সুবিধা করতে পারছে না। সেই কারণে ‘প্রিয়তমা’ ও ‘১৯৭১ সেইসব দিনগুলি’ সিনেমার শো বাড়ানো হয়েছে।

সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের এখানে হিন্দি সিনেমা “কিসি কা ভাই কিসি কি জান” খুব একটা সুবিধা করতে পারছে না। সেই কারণে “প্রিয়তমা” ও গত ১৮ আগস্ট মুক্তি পাওয়া “১৯৭১ সেইসব দিনগুলি” সিনেমার শো বাড়িয়েছি। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে শুধু “প্রিয়তমা” সিনেমাটি আমাদের এখানে এখনো চলছে।’

‘প্রিয়তমা’ সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। এই সিনেমা সংশ্লিষ্টরা জানান, এখন পর্যন্ত সিনেমাটির গ্রস কালেকশন প্রায় ৩৭ কোটি টাকা। অস্ট্রেলিয়া (চতুর্থ সপ্তাহ) ও ইংল্যান্ডেও (দ্বিতীয় সপ্তাহ) সিনেমাটি চলছে। আগামী ৩১ আগস্ট মালয়েশিয়ার ১০টিরও বেশি শহরে প্রদর্শিত হবে এই সিনেমাটি।ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। এতে আরও আছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।আর হৃদি হক পরিচালিত ও ড. ইনামুল হকের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘১৯৭১ সেই সব দিন’ মুক্তি পেয়েছে ১৮ আগস্ট। এতে অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335