বুধবার, ০১ মে ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি:  জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন চত্বরে  বাল্যবিয়ে, নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে  দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন চত্বরে দেওয়ানগঞ্জ মডেল থানা এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। তিনি বলেন, পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সেবার মনোভাব নিয়ে পুলিশ কাজ করছে। সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর,  সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, কাউন্সিলর মাসুদ রানা, মহসীন আলী বিপ্লব, প্রেসক্লাব ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, মানব কল্যাণ সংস্থার সভাপতি কেয়া আকতার মুন্নি। সভা সঞ্চালনা করেন বিট ইনচার্জ এসআই হারুন অর রশিদ।এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে মাদক, জঙ্গি, সন্ত্রাস, বাল্যবিয়ে, নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে একটি লোক সঙ্গীত পরিবেশন করেন বাউল মন্টু মিয়া ও তার দল।

বোরহান উদ্দিন দেওয়ানগঞ্জ জামালপুর 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335