বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

আদমদীঘিতে নাশকতা মামলায় পৌর ছাত্রদল সম্পাদকসহ চার’জন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে যুবলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় জড়িত থাকার সন্দেহে সান্তাহার পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদকসহ চার’জন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের বিভিন্ন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার সান্তাহার পৌর এলাকার নামা পোঁওতা গ্রামের আজাহার আলীর ছেলে ও সান্তাহার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (২৪), সান্তাহার পশ্চিম লোকোলোনীর এলাহি সরদারের ছেলে যুবদল কর্মি ফেরদৌস মাহমুদ (৪০), নসরতপুর ইউপির সাওইল মধ্যপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩৮) ও কুন্দগ্রামের মৃত হাসান আলীর ছেলে জিয়াদ আলী (৩৫)।
উল্লেখ্য, গত ২০২২ সালের ২৩ নভেম্বর রাতে আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে দেশে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭জন বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, এ মামলার জড়িত সন্দেহে উল্লেখিত চার’জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335