বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি মইনুল ভূইয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের ধাক্কায় ঝুমা নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমা জেলার সদর উপজেলার মালিহাতা এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মালিহাতা এলাকায় মহাসড়কের রাস্তা পার হচ্ছিল ঝুমা। এমন সময় সিলেটগামী একটি তরমুজবাহী পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ঝুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।