বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন
মইনুল ভূইয়া বিশেষ প্রতিনিধি : পবিত্র মাস মাহে রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে ১৫০টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে পিয়াজ, আলু, ছোলা, ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, মুড়ি ও খেজুর। জানা গেছে সংগঠনটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় রমজান মাস উপলক্ষে এবারও গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার দক্ষিণ ইউনিয়নের কিছু স্বপ্নবাজ প্রবাসী তরুণদের গড়া স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ। এসময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি গত ২০১৭ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের সভাপতি অ্যামেরিকা প্রবাসী মোঃ মাসুম মিয়া বলেন, গরীব-দুখী মানুষ সারাদিন রোজা রাখার পর সুন্দভাবে যেন ইফতার করতে পারে সেজন্য আমরা সংগঠনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের সংগঠনের উদ্যোগে বিগত ৫/৬ বছর যাবত সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছি, যা ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়াও গরীব-দুখী মানুষের পাশে দাঁড়ানোয় সংগঠনের উদ্দেশ্য বলে জানান তারা।