শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ শে মার্চ

দৌলতপুর উপজেলা প্রতিনিধিঃ

আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা জাতীয় দিবস। বিশ্বের বুকে লালসবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ২৫ মার্চের কালরাতের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনসংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাসস্বাধীনতার ইতিহাস। দীর্ঘ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়। কষ্টার্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলীয়ান হওয়ার দিন আজ।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে মহিমান্বিত করেছে। মহান স্বাধীনতা জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগেবাংলাদেশ আওয়ামীলীগ দৌলতপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক,কুষ্টিয়াকলেজের অধ্যাপক, কুষ্টিয়া জজ কোটের সাবেক স্পেশাল পিপি ত্র্যাডঃ শরীফ উদ্দীন রিমন এর সঞ্চালনায়  ত্র্যাডঃ সরওয়ার জাহান বাদশাহ এমপি এর সভাপত্বিতে” (২৬ মার্চ) ২০২৩ রবিবার সকাল টায় উপজেলা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়ে এক মিনিট নিরবতা পালন করে।এর পরে উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335