মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

এইচএসসিতে কমেছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২২-এর ফলাফলে গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ পরীক্ষার্থী, ২০২২ সালে সেটি কমে জিপিএ-৫ পেয়েছের ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এ বছর মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।

ফলাফলে দেখা যায়, এ বছর অংশগ্রহণকারী মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৯ হাজার ৫২২ এবং ছাত্রী ৫ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে ৫ লাখ ১৫ হাজার ২৪৪ জন ছাত্র এবং ৪ লাখ ৯৬ হাজার ৭৪৩ জন ছাত্রী পাস করেছেন। এরমধ্যে ৮০ হাজার ৫৬১ জন ছাত্র ও ৯৫ হাজার ৭২১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রের চেয়ে ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335