বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

করোনাভাইরাস ২৪ ঘণ্টায় মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, সংক্রমণে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭২৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৩৪ হাজার ৩৬০ জন। আগের দিন মারা গেছেন ৯৪৫ জন ও সংক্রমিত হন ১ লাখ ১৩ হাজার ৭৬ জন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ২২৮ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭৪ হাজার ৪৯৪ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৯১ লাখ ৩২ হাজার ১৪৭ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৬ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৩৮ জন ও মারা গেছেন ১৬১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬৯ হাজার ৭৬২ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১৬ লাখ ১২ হাজার ৭২ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরই তাইওয়ানের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ২৩ হাজার ৩৯৪ জন এবং মারা গেছেন ৪৫ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ লাখ ৮ হাজার ৮৬৩ জন, মারা গেছেন ১৬ হাজার ৭৯৫ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৯৬০ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭৩ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৭২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ১৭ লাখ ৩১ হাজার ১৬৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৮ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬২২ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৯৪ হাজার ৫১৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335