মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক; মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। বিভিন্ন দেশের অতিথিসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক মানুষ সমবেত হন বিশ্ব ইজতেমায়।
বিশ্ব ইজতেমা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার (১২ জানুযয়ারি) বিকেলে রাজধানীর আব্দুল্লাহপুরে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩-১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ২০-২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আম বয়ানের মধ্যদিয়ে শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্ব। বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল গুদর, বাদ আসর মাওলানা জুবায়ের আহমদ ও বাদ মাগরিব মাওলানা আহমদ লাট বয়ান করবেন। এসব বয়ানের বাংলা অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।