শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সনদ না নিয়ে টোস্ট বিস্কুট, বাটার বিস্কুট, চিড়াভাজা, চানাচুর, মুরলি, নিমকপরা, শনপাপড়ি উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা করেছে বিএসটিআই।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার কাফরুল থানাধীন এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সেসময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য ‘টোস্ট বিস্কুট, বাটার বিস্কুট, চিড়াভাজা, চানাচুর, মুরলি, নিমকপরা, শনপাপড়ি’ উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।