বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, চালক হোসাইন আহমেদ (২৮) ও হেলপার আব্দুল সাদ্দাম (২২) । তারা ঢাকা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর থানা পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনগত রাতে সদর উপজেলার মহেন্দ্রনগরে একটি পেট্রল পাম্পের সামনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালান। এসময় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা ৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
লালমনিরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ওই দুই মাদক কারবারিকে মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।