শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ১৫৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন কুজনেট কিবরিয়া ওরফে সনেট (৩২) ও ওয়াসিম হাওলাদার বাতেন (৪০)। শুক্রবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ ৭৪ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা র্যাবকে জানা যায় যে, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে বলে জানায় র্যাব।