শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন
জিটিবি নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘পূজোর শাড়ি’। আল-আমিনের রচনা ও হাবিবের পরিচালনায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়ন রায় ও অরিন নিপা। প্রচারিত হবে আগামী শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৭ টায় ইউটিউব দুনিয়ায়। ‘পূজোর শাড়ি’ নাটকের গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রীর পবিত্র প্রেম-ঝগড়া-দুষ্টামি-বায়না-উদারতা-মায়া-ভালোবাসা। দুর্গাপূজার এই বিশেষ নাটকটির শুটিং হয়েছে উত্তরবঙ্গের রাজধানী বগুড়ার পল্লী পরিবেশে।
নাটকটির সম্পর্কে জানতে চাইলে রাজাবাবুর চরিত্রের নয়ন রায় বলেন, এর আগে মিউজিক ভিডিও ও কিছু শর্টফ্লিম করেছি তবে এমন নাটক এই প্রথম করলাম, আমার সহধর্মিণীর চরিত্রে রাণীমার নিপা সত্যিই অসাধারণ অভিনয়ের সাথে অনেক সাহায্য করেছে। তাঁর সাথে আমার এটাই প্রথম কাজ।
আশা করি সব কিছু যদি সঠিকভাবে হয় তবে অবশ্যই সবার ভালো লাগবে। টিমে ছিলাম আমি, নিপা, অসীম, হাবিব, স্বাধীন, জান্নাত, জিনাদ, কাজল সহ আরও অনেকে। লিঙ্ক: https://www.youtube.com/watch?v=V_RsUS4zSO4&t=36s