শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

নতুন বছরেই শচীনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি

জিটিবি নিউজ ডেস্ক : একটা সময় ছিল যখন বিরাট কোহলির মাঠে নামা মানেই সেঞ্চুরি! কিন্তু দীর্ঘ আড়াই বছরের ফর্মখরা গেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৭২ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি কি পারবেন শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে? কিংবা শুধু ওয়ানডেতে? ২০২৩ সালে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। তাই সব দলই ৫০ ওভারের ফরম্যাটে বেশি জোর দিচ্ছে। এ বছর অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। তাই সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার মনে করছেন, এ বছরই ওয়ানডে ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি হয়ে যাবে বিরাট কোহলির। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির বিশ্বরেকর্ড তিনি ভেঙে দিতে পারেন। এক অনুষ্ঠানে বাঙ্গার বলেছেন, ‘এত কম সময়ে কোহলি ওয়ানডেতে ৪৪টা সেঞ্চুরি করে ফেলেছে। এত কম বয়সে এই কাজ করে দেখানো অসাধারণ কৃতিত্বের। আমার মনে হয়, এ বছরই কোহলি ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরি করে ফেলতে পারে। এ বছর ভারত ২৬-২৭টি ওয়ানডে খেলবে। বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলে শচীনের রেকর্ড ছোঁয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোহলির। ’ ওয়ানডেতে সবচেয়ে বেশি ৪৯টি সেঞ্চুরি আছে শচীনের। তার পরেই ৪৪টি সেঞ্চুরি নিয়ে আছেন কোহলি। বাঙ্গারের ধারণা, কোহলি এ বছর খুব বেশি বিশ্রাম নেবেন না। তার ভাষায়, ‘আশা করি কোহলি যে কয়টি ম্যাচে খেলবে, নিজেকে উজাড় করে দেবে। তার মতো সব ফরম্যাটে খেলা ক্রিকেটারদের জন্য বিশ্রাম খুবই প্রয়োজন। তবে আমার ধারণা, এখন সে টি-টোয়েন্টি ফরম্যাটেই বেশি বিরতি নেবে। ৫০ ওভারের ক্রিকেট নিয়মিত খেলবে। ’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335