বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন
বগুড়া সংবাদদাতা : আজ রবিবার বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি। বই বিতরণকালে তিনি বলেন বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের হাতে বই দেয়া এ সরকারের এক যুগান্তরকারী পদক্ষেপ। আমরা যখন ছাত্র ছিলাম তখন বিনামূল্যে বই পাওয়া তো দূরের কথা বাজার থেকে বছরের প্রথমে বই ক্রয় করাটাও ছিল দুঃসাধ্য। প্রতিটি ছাত্র-ছাত্রীরা হাতে বই পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।