বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে হাতির মৃত্যু

জিটিবি নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার একটি হাতির মৃত্যু হয়েছে। গত ২২ ডিসেম্বর মৃত্যু হয় হাতিটির। মৃত হাতিটি ছিল পুরুষ। এর বয়স হয়েছিল ৪৭ বছর। আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত হাতির মৃত্যুর বিষয়টি গোপন রাখেন সাফারি পার্কের কর্মকর্তারা। তবে গতকাল রাত ৮টার দিকে সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান হাসান জানিয়েছেন, গোসল করানোর সময় হাতিশালায় একটি খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছিল হাতিটি। এর কয়েক ঘণ্টা পরই সেটি মারা যায়। তিনি জানান, ওইদিনই মৃত হাতিটির ময়নাতদন্ত করা হয়। এরপর সাফারি পার্কের ভেতর মৃত হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। মৃত হাতির অঙ্গ-প্রতঙ্গের বিভিন্ন নমুনা বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। হাতি মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির আগামী মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তিনি দাবি করেন, হাতিটি ছিল খুবই দুর্বল। খুঁটির সঙ্গে ধাক্কায় আহত হওয়ার পর হাতিটির চিকিৎসা শুরু হয়েছিল। ওইদিন বিকেলেই মারা যায় হাতিটি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হাতি মৃত্যুর পরদিন পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে মৃত্যুর কারণ হাতিদের মধ্যে মারামারিতে আহত হয় বলে উল্লেখ করা হয়েছে। হাতি মৃত্যুর বিষয়টি জানতে আজ রবিবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত মো. রফিকুল ইসলামকে ফোন দেওয়া হলেও ফোন ধরেননি তিনি। সাফারি পার্ক সূত্র জানায়, কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কসহ দেশের বিভিন্ন স্থান থেকে ২০১৩ সালে পাঁচটি বন্য হাতি আনা হয় এই সাফারি পার্কে। ২০১৫ সালের ২১ মে আনা হয় আরো একটি হাতি। সাফারি পার্কের ভেতর এদের পোষ মানানো হয়। এরই মধ্যে দুটি মাদি হাতি বিভিন্ন সময় শাবকের জন্ম দিয়েছে। সব মিলিয়ে সাফারি পার্কে হাতির সংখ্যা ছিল ৯টি। এর মধ্যে সাতটি পুরুষ ও দুটি মাদি। এর আগে গত এক মাসে (২ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত) বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি করে বাঘ ও সিংহী ও একটি লেমুর মারা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335