বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
জিটিবি নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন সুমির মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুমি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রবিবার বিকেলে যশোর-চৌগাছা সড়কে ট্রাকের ধাক্কায় সুমিসহ তিন ভ্যান যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোতাসিন বিল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষার্থীর মৃত্যুতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্র-ছাত্রীরা। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার, আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় বহন করা, নিহতের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণসহ সাত দফা পেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আফিকুর রহমান অয়ন বলেন, রাস্তায় মোবাইল কোর্ট বসিয়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে আমাদের বন্ধু, ছোট ভাই এই বেপরোয়া যানবাহনের জন্য মারা গেছে। এদিকে শিক্ষার্থীদের ৭ দফা দাবির মেনে নিয়ে একাত্মতা ঘোষণা করেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। উপাচার্যের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেছে যবিপ্রবি শিক্ষার্থীরা।