মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
জিটিবি নিউজ ডেস্ক : রুশ জাহাজ ভিড়তে না দেওয়ায় বাংলাদেশ-রাশিয়া সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ রবিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বন্ধু রাষ্ট্রগুলো আমাদের যে বার্তা দিয়েছেন আমরা তার প্রতি সম্মান জানিয়েছি। আর এর সমাধানে যে খুব বেশি বেগ হতে হয়েছে তা নয়। ইতিমধ্যে বিষয়টি সমাধান হয়ে গেছে। তিনি বলেন, রূপপুরের মতো মেগা প্রকল্প আমরা সময় মতো শেষ করতে চাই। এই প্রকল্পকে আমরা গুরুত্বও দেই৷ আপনারা দেখেছেন, মেট্রোরেলের ৬টি রুট হবে। এর একটি মাত্র সবে চালু হয়েছে। ঢাকাবাসীর ওপর এই প্রকল্পের প্রভাবও পড়েছে। সেই জায়গা থেকে রূপপুর প্রকল্প যেন সময় মতো শেষ হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তৃতীয় দেশ হয়ে জাহাজটির পণ্য আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা জাহাজ কম্পানি ও সেদেশের বিষয়।