শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন
জিটিবি নিউজ ডেস্ক : ২০২৩ সাল হবে বিএনপির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের বছর, সরকারকে বিদায় দেওয়ার বছর- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রবিবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, নতুন বছর হবে বিএনপির লক্ষ্যে পৌঁছানোর বছর। সরকারের পতনের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে সাথে নিয়ে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, বর্তমান কমিটির নেতা তবিবুর রহমান সাগর, আবু আফসান মো. ইয়াহিয়া, খায়রুল আলম সুজন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আনোয়ার হোসেন, শাফি ইসলাম, মো. আবু জাফর, মো. আদনান, মো. মোহন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরিফুল ইসলাম, সাইদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।