বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন
জিটিবি নিউজ ডেস্ক : মাইক্রোসফটের সংরক্ষিত কাস্টমার ডেটা দেখার সুযোগ পাবেন মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস ব্যবহারকারীরা। আজুর, মাইক্রোসফট ৩৬৫, ডাইনামিকস ৩৬৫ ও পাওয়ার বিআই প্ল্যাটফর্মের জন্য ইন্ডাস্ট্রি-লিডিং ডেটা রেসিডেন্সি সল্যুশন ‘ইইউ ডেটা বাউন্ডারি’ আনতে যাচ্ছে মাইক্রোসফট। ‘ইইউ ডেটা বাউন্ডারি’ সল্যুশন প্রয়োগ করা হবে আগামী ১ জানুয়ারি থেকে। মাইক্রোসফটের চিফ প্রাইভেসি অফিসার জুলি ব্রিল জানিয়েছেন, “প্রথম পর্যায়ে ‘কাস্টমার ডেটা’ উন্মুক্ত করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে লগিং ডেটা ও তৃতীয় পর্যায়ে ‘সার্ভিস ডেটা’ উন্মুক্ত করা হবে। লগইন ডেটা ২০২৩ সালে এবং সার্ভিস ডেটা ২০২৪ সালে দেখতে পারবেন ব্যবহারকারীরা। ” ব্রিল আরো বলেন, ‘গ্রাহকদের আস্থা বাড়াতে এবং তথ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণ সম্পর্কে খোলামেলা আলোচনার পথ খুলে দিতে ‘ইইউ ডেটা বাউন্ডারি’ সল্যুশন আনতে যাচ্ছি আমরা। বড় বড় প্রযুক্তি কম্পানিগুলো কাস্টমার ডেটার প্রবাহ নিয়ে বেশ চিন্তিত। ২০১৮ সালে ইইউ ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বা জিডিপিআর’ চালু করার পর থেকে ডেটা প্রাইভেসি বিষয়ে কম্পানিগুলো স্বচ্ছতা বাড়িয়েছে। ‘
সূত্র : রয়টার্স