শনিবার, ১১ মে ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

অ্যামচ্যাম’র ট্রেড শোতে বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগ-বাণিজ্যের সুযোগ কাজ লাগাতে হবে

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাণিজ্যিক এবং উন্নয়ন সহযোগী। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, সুযোগ কাজ লাগাতে হবে। দেশটির সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য দিনদিন বাড়ছে

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত২৮তম ইউএস ট্রেড শো২০২২এর উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন

 মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। চলমান বিশ্ব অস্থির পরিস্থিতিতেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য একক দেশ হিসেবে অনেক বড় বাজার। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তাতিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশ হিমায়িত খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে

এছাড়া আইটি খাতের আউটসোর্সিংয়ের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। বিগত ২০২১২০২২ অর্থ বছরে বাংলাদেশ প্রায় ১০.৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যেও পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় বিশভাগ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে

বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পণ্য বাংলাদেশে আমদানি হয়। বর্তমানে আমদানির পরিমান প্রায় বিলিয়ন মার্কিন ডলার। আমদানি পণ্যের মধ্যে রয়েছে এ্যারোপ্লেন, কটন, গম, সোয়াবিন তেল এবং আইসিটি পণ্য। বাংলাদেশে এনার্জি, অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এগ্রো বিজনেস, আইসিটি, শিক্ষা, পর্যটনখাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বেশকিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে অধিক লাভবান হবেন

 আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)-এর প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় সফররত এ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ কমার্স ফর গ্লোবাল মার্কেট অ্যান্ড ডাইরেকটর জেনারেল অফ দি ইউএস অ্যান্ড ফরেন কমার্সিয়াল সার্ভিস অরুণ ভেনকাটারাম্যান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335