শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

ডিএনসিসির প্রকল্প সপ্তাহে পাঁচদিন বিকেল ৪টার পর ফুটপাতে বসবেন হকাররা

নিজস্ব প্রতিবেদক: হকারদের স্মার্ট ব্যবস্থাপনার আওতায় আনতে পাইলট প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম

তিনি বলেন, ‘মিরপুর ১০ নম্বরে হকারদের জন্য আমরা পাইলট প্রকল্প নিয়েছি। সপ্তাহে পাঁচদিন নির্দিষ্ট হকাররা বিকেল ৪টার পর থেকে ফুটপাতে বসছে। অন্য সময় ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। পর্যায়ক্রমে পুরো এলাকায় এটি চালু করা হবে। হলিডে মার্কেট ইভিনিং মার্কেট করার পরিকল্পনাও রয়েছে।

 বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলেনগর কথাঅনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন

নিম্নআয়ের মানুষের আবাসন নাগরিক সুবিধাসমূহ: প্রেক্ষিত ঢাকাশীর্ষকনগর কথাঅনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সেন্টার ফর আরবান স্টাডিজ, ইউএনহ্যাবিট্যাট এবং ডিএনসিসির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। এসময় মন্ত্রী ডিএনসিসি মেয়রকে ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড২০২২ অর্জন করায় অভিনন্দন জানান

 এতে স্বাগত বক্তৃতা করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএনসিসির প্রধান পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম। অন্যান্যের মধ্যে সেন্টার অব আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, জাতিসংঘ উন্নয়ন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নেন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335