শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:  গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর)  বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এম, এ নাছের, নওগাঁর আহবায়ক আবুল কালাম আজাদ, আহবায়ক সম্পাদক গোলাপ চাঁনসহ প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যরা সরকারের নির্দেশে প্রায় ৭০ প্রকারের কাজে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে। কিন্তু শ্রম অনুযায়ী ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছে তারা। তাই দ্রæত গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশ নেয় প্রায় জেলার ৯৯টি ইউনিয়নের ৯শতাধিক গ্রাম পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335