শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

ব্যাগগুলো পড়ে আছে, মানুষগুলো নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: সাগর পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কতকগুলো ব্যাগ। ব্যাগের মধ্যে রয়েছে শার্ট, প্যান্ট, টুপি, কাঁথা মোবাইল চার্জার। তবে ব্যাগের মালিক মানুষগুলো নেই। সাগরে ড্রেজারডুবির পর থেকে তারা নিখোঁজ। ঘটনার তিনদিনেও তাদের সন্ধান মেলেনি

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে তাদের ব্যবহৃত ব্যাগগুলো সাগর পাড়ে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা

 ব্যাগগুলো দেখিয়ে নিখোঁজ আলম সরদারের ভাই সিদ্দিকুর রহমান বলেন, ‘এগুলো আমার ভাইদের ব্যাগ। ব্যাগে তাদের ব্যবহৃত জিনিসগুলো পড়ে আছে। চারজনের লাশ উদ্ধার হলেও এখনো আমার ভাইসহ চারজন নিখোঁজ। কতক্ষণে ভাইয়ের লাশ পাবো বুঝতে পারছি না।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, ‘নিখোঁজ আট শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনকে উদ্ধারে একটি বাল্কহেড ব্যবহার করা হচ্ছে। কিন্তু আজ সকাল ১০টার পর থেকে এখন পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।

সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে সাগরে বালু উত্তোলনের একটি ড্রেজার ডুবে যায়। এতে আটজন শ্রমিক নিখোঁজ হন। ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে এক হাজার ফুট গভীরে সাগরের মাঝে দুর্ঘটনা ঘটে

এখনো নিখোঁজ উপজেলার আনিচ মোল্লার বড় ছেলে শাহিন মোল্লা, ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার, নুরু সরদারের ছেলে আলম সরদার রহমান খানের ছেলে তারেক মোল্লা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335