শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসুচী

নাজমুল হাসানঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরা থানা আওয়ামী লীগ ৬৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইউনিট কমিটির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। বৃহস্পতিবার ২৫ আগস্ট বিকেলে ডেমরা থানার মাতুয়াইল এলাকার ফার্মের মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মোঃ আফজাল হোসেন মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাজী রফিকুল ইসলাম মাসুদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ৩নং ইউনিট আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনির মাষ্টার,১নং ইউনিট সভাপতি শামসুদ্দিন মিয়া,৬৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম মুজিব,মোঃ দেলোয়ার হোসেন,কামরুজ্জামান খান আপেল,রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয় কলেজের ইউনিট কমিটির সহ-সভাপতি নাজমুল হোসেন,প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ আহম্মদউল্লাহ,নাজনীন আক্তার রুপা,হাজী আব্দুর রহিম মিয়া সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাজী রফিকুল ইসলাম মাসুদ বলেন,”জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি। তাঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা তাঁকে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘পঁচাত্তুরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয়। খুনিরা ভেবেছিল, এর মাধ্যমে ইতিহাস থেকে তাঁর নাম মুছে যাবে। কিন্তু ইতিহাস চলে তার নিজস্ব পথে। নতুন প্রজন্মের কাছে তিনি আজও মহানায়ক, তিনি বাঙালি জাতির স্বপ্নের দিশারী। তাঁর ৭ই মার্চের ভাষণ এখনো দেশের আপামর মানুষকে উদ্দীপিত করে এবং অন্যায় ও বৈষ্যমের বিরুদ্ধে সংগ্রাম করতে সাহস যোগায়।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335