শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

শিবগঞ্জে চাকুরির ভূয়া নিয়োগ পত্র দিয়ে ৪ লক্ষ টাকা আত্মাসাতের অভিযোগ

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানী লিঃ এ চাকুরির ভূয়া নিয়োগপত্র দিয়ে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্র জানা গেছে, উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা কারিগড় পাড়া মুন্সিপাড়া গ্রামের মৃত: মফিজ উদ্দিন এর ছেলে শরিফুল ইসলাম পার্শ্ববর্তী রহবল দক্ষিণ পাড়া গ্রামের খয়বর আলী ছেলে রাকিবুল হাসান কে এ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানী লিঃ এ অফিস সহকারী পদে চাকুরি দেওয়ার কথা বলে গত ১ বছর পূর্বে ৪ লক্ষ টাকা নেয়।

প্রতারক শরিফুল ইসলাম ৬ মাস পর এ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানী লিঃ অফিস সহকারী পদে চাকুরির নিয়োগ পত্র প্রদান করে। এর প্রেক্ষিতে রাকিবুল নিয়োগপত্র হাতে নিয়ে অফিসে চাকুরিতে যোগদান করতে গিয়ে জানতে পারেন নিয়োগপত্রটি ভূয়া। সে হতাশ হয়ে বাড়িতে এসে তার পরিবারের সদস্যদেরকে জানাই, শরিফুল তাকে ভূয়া নিয়োগপত্র হাতে ধরিয়ে দিয়েছে। সে একজন প্রতারক।

পরে রাকিবুল সহ তার পরিবারের লোকজন প্রতারক শফিকুল এর কাছ থেকে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন টাল বাহানা শুরু করে। পরে কোন উপায় না পেয়ে রাকিবুল সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ সার্কেল বরাবরে অভিযোগ দায়ের করেন। এব্যাপারে রাকিবুল বলেন, বুক ভরা আশা নিয়ে নিয়োগপত্র হাতে নিয়ে চাকুরিতে যোগদান করতে গিয়ে ছিলাম। কিন্তু প্রতারক আমার সাথে প্রতারণা করে আমাকে চাকুরি দেওয়ার নাম করে ভূয়া নিয়োগপত্র হাতে ধরিয়ে দিয়েছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড বর সহ ৬ জনের ৮৫ হাজার টাকা জরিমানা

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগেঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাবহ পন্ড ভ্রাম্যমান আদালতে বর সহ পৃথক ভাবে ৬জনের ৮৫ হাজার টাকা জরিমানা। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার বিহার ইউনিয়নের আলীগ্রাম উত্তরপাড়া গ্রামের মুকুল প্রাং এর বাড়িতে অভিযান চালান।

এসময় তিনি বাল্য বিয়ের প্রস্তুতি কালীন পুলিশের সহায়তায় বর সহ ৬ জন কে আটক করে। আটকৃতরা হলো আলীগ্রাম উত্তরপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে বর নাহিদ (২১), তার পিতা মুকুল প্রাং, একই গ্রামের শাহজাহান আলী, আব্দুস সামাদ, মোকলেছার রহমান, সেলিম মিয়া।

পরে উপজেলা নির্বহী অফিসার ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদলতের মাধ্যমে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ও মেয়ের বয়স কম থাকার কারণে বর সহ ৬ জনের পৃথক ভাবে ৮৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335