বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
জিটিবি নিউজঃ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দুইদিনের সফরে আগামীকাল রবিবার (১৯ জুলাই) কিশোরগঞ্জের মিঠামইন যাচ্ছেন। বিকাল ৩টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে অবতরণ ও সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।
সেখান থেকে কামালপুর গ্রামে নিজ বাড়িতে যাবেন। এরপর বিকাল ৫টায় তার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশগ্রহণ ও মরদেহে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি রবিবার নিজ গ্রামের বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন সোমবার বিকাল ৫টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির ছোট ভাই ও রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব অধ্যাপক মো. আব্দুল হাই গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।