মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ অপরাহ্ন
জিটিবি নিউজঃ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬ জন। আর সুস্থ হয়েছেন ১৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩০ জন, নারী ১৫ জন ও শিশু ২ জন।
শনিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৭ জন পজিটিভ। টিএমএসএস মেডিকেল কলেজে ২৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জন পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩২ জন, গাবতলীতে ৭ জন, শাজাহানপুরে ৫ জন, শিবগঞ্জে ১ জন, আদমদীঘিতে ১ জন ও নন্দীগ্রামে ১ জন রয়েছেন।
তিনি আরও জানান,এ সময়ে ৬ জন মারা গেছেন।