মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন
আইনুল ইসলামঃ নওগাঁর মহাদেবপুরে ৩ জুলাই শুক্রবার বেলা ৩ টার দিকে উপজেলার তেঁতুল পুকুর বাজারে বিদ্যুৎ পিষ্ঠ হয়ে জয়দেব মালাকার (২৮) মারা গেছে। জয়দেব তার মুদিখানা দোকানের শার্টার গেটে বিদ্যুতায়িত হয়ে বিকেল ৩ টার দিকে মারা যায়। সে উপজেলার খাঁপুর গ্রামের করুনা মালাকারের পুত্র। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুরে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু
আইনুল ইসলামঃ নওগাঁর মহাদেবপুরে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছে। ৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরের কাচারীপাড়ার বাসিন্দা মোঃ দবির আলী সরকার (৭০) করোনা ভাইরাস উপসর্গ নিয়ে নওগাঁ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকাল ২ জুলাই বৃহস্পতিবার দবির আলীকে সেখানে ভর্তি করাসহ নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি বেশ কয়েক দিন ধরে শ^াসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলন এর সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিক চৌধুরীর নেতৃত্বে উপজেলা দাফন কমিটি, ইসলামিক ফাউন্ডেশন ও থানা পুলিশের উপস্থিতিতে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে গতকাল শুক্রবার বিকেলে তার লাশ দাফন করা হয়।