মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

লকডাউনের আর দরকার নেই, টিকা আসছে: অ্যান্থনি ফাউচি

জিটিবি নিউজঃ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণরে হার বৃদ্ধি সত্ত্বওে করোনা নয়িন্ত্রণে আর লকডাউন প্রয়োজন নইে বলে মন্তব্য করছেনে দশেটরি র্শীষ র্পযায়রে সরকারি বশিষেজ্ঞ অ্যান্থনি ফাউচ।

বৃহস্পতবিার র্বাতা সংস্থা এএফপকিে তনিি বলনে, শগিগরিই বশ্বি একটি ভ্যাকসনি পাবে বলে আশা করছ, যা মহামাররি অবসান ঘটাব।ে এছাড়া ভ্যাকসনিরে প্রাথমকি পরীক্ষার ফলাফল উৎসাহব্যঞ্জক বলওে উল্লখে করনে তনি।

ন্যাশনাল ইন্সটটিউিট অব অ্যার্লাজি অ্যান্ড ইনফকেশাস ডজিসিরে পরচিালক ফাউচি বলনে, ‘আমি মনে করি না  আমরা লকডাউনে যাওয়ার বষিয়ে আর কথা বলব।’

এসময় স্কুল কখন চালু করা উচতি? এ প্রশ্নরে জবাবে তনিি বলনে, দশে স্বাভাবকি অবস্থায় ফরিে আসায় স্থানীয়করণরে ওপর জোর দতিে হব। যখোনে করোনা সংক্রমণ নইে, সখোনে স্কুল খুলে দতিে সমস্যা নইে।

সীমান্ত কবে নাগাদ খোলা হতে পার—ে এমন প্রশ্নে ফাউচি বলনে, ‘স্পষ্টতই অন্যান্য দশেরে সঙ্গে যোগাযোগরে স্বাভাবকিতার ফরোর আগ্রহ রয়ছে। কন্তিু নর্দিষ্টি সময়সীমা বলা যাচ্ছে না।’

তনিি বলনে, ‘করোনার টকিার সঙ্গে এইচআইভরি টকিার তুলনা করা যায় না। করোনার টকিার বষিয়ে আমি আত্মবশ্বিাসী। কারণ আক্রান্ত অধকিাংশ রোগী মুক্তি পয়েছেনে।’

ফাউচি বলনে, যুক্তরাজ্যে ডক্সোমথোসনরে পরীক্ষার ফলাফলে তনিি মুগ্ধ। ওষুধটি ভন্টেলিশেনে থাকা কোভডি-১৯ রোগীদরে মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষম হয়ছেে এক–তৃতীয়াংশ। তবে এ ওষুধ সংক্রমণরে পরপরই না দতিে পরার্মশ দনে তনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335