মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরায় শ্রমিকদের প্রাপ্য মজুরি না মিটিয়েই একটি গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় দ্বিতীয় দিনের মতো প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার (১৭ জুন) সকাল থেকে ‘শান্তা’ নামের ওই গার্মেন্টসের শ্রমিকরা উত্তরার আজমপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। ‘লেবার আইন’ অনুযায়ী শ্রমিকরা যে পাওনাটা পান, তা মালিক এখনও পরিশোধ করেননি। আমরা এ বিষয়ে মালিকের সঙ্গে গার্মেন্টসে বসতে চাই। কিন্তু মালিক আমাদের সঙ্গে দেখা করেনি। তিনি বিজিবিতে আমাদের এই বিষয় নিয়ে বসতে চান। তাই আবারও পাওনা টাকা আদায়ের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, মঙ্গলবার গার্মেন্টস শ্রমিকরা সড়কে নেমেছেন। আজকে শ্রমিকদের প্রাপ্য মজুরি শান্তা গার্মেন্টসে এসে মালিকের পরিশোধ করার কথা থাকলেও তিনি আসেননি। গার্মেন্টসের সামনে শ্রমিকরা সকাল থেকে অপেক্ষা করেছিলেন মালিকের জন্য। মালিক না আসায় শ্রমিকরা আজমপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রেখেছেন।
তিনি বলেন, শুনেছিলাম এ বিষয়ে গার্মেন্টসের মালিক শ্রমিকদের সঙ্গে বিজিবিতে বসতে চান। কিন্তু শ্রমিকরা গার্মেন্টসে মালিকের সঙ্গে বসতে চান।