শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

চলে গেলেন ভারতীয় ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামী

জিটিবি নিউজঃ ৮২ বছর বয়সে চলে গেলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি চুনী গোস্বামী। কিছু দিন আগে চলে গেছেন উপমহাদেশীয় ফুটবলের অন্যতম সেরা ব্যক্তিত্ব প্রদীপকুমার বন্দোপাধ্যায়। সবার কাছে যিনি পরিচিত ছিলেন পিকে ব্যানার্জি নামে। আজ সতীর্থের পথ ধরলেন ভারতীয় ফুটবলের আরেক কিংবদন্তি চুনী গোস্বামী। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন তিনি।

হৃদরোগে আক্রান্ত ছিলেন চুনী গোস্বামী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের এই তারকা ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবার ফুটবলে সোনার পদক পেয়েছিল ভারত। এই ভারতীয় দলই ১৯৬৪ সালে এশিয়ান কাপ ফুটবলে রানার্সআপ হয়েছিল। ১৯৫৭ সালে শুরু হওয়া তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য থেমে যায় ১৯৬৪ সালে—তাঁর বয়স তখন মাত্র ২৭।

ফুটবল কিংবদন্তি চুনী ছিলেন একজন সফল ক্রিকেটারও। বাংলার হয়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন। ১৯৭১–৭২ সালে রঞ্জি ট্রফিতে তিনি বাংলা দলের নেতৃত্বে ছিলেন।
১৯৬৬ সালে গ্যারি সোবার্সের নেতৃত্বে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে মধ্য ও পূর্বাঞ্চলের সম্মিলিত দলের হয়ে খেলেছিলেন। ইন্দোরে অনুষ্ঠিত সে ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন সব্যসাচী এ ক্রীড়াবিদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335