শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর তালাইমারি এলাকার পদ্মা লাইব্রেরি থেকে আলুপট্টি পর্যন্ত পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতে প্রতিবছর ১৪ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস পালন করা হয়। তারই অংশ হিসেবে বিশ্বের সব রাষ্ট্রের ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশন কার্যালয়েও প্রতীকী আনুষ্ঠানিকতা পালন করা হয়।

বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ভারতীয় হাইকমিশনে ২০১৪ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছতা অভিযানটি প্রথম শুরু করা হয়েছিল।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335