শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

জানুয়ারিতেই মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

জিটিবি নিউজ ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন সিআরসেভেন। রোনালদো নতুন ক্লাবে যোগ দেওয়ায় চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে তাঁর মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে। জানুয়ারিতে সৌদি আরবের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসি জায়ান্ট পিএসজি। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ হবে আল হিলাল এবং আল নাসের ক্লাবের যৌথ একাদশ। অর্থাৎ এই দুটি ক্লাবের সেরা প্লেয়ারদের নিয়ে দল গড়া হবে। তাই মেসি-নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে রোনালদোকে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর ফ্রি এজেন্ট হয়ে গিয়েছিলেন রোনালদো। এরপরই তাঁর ব্যাপারে আগ্রহী হয় আল নাসের। সৌদি ক্লাবে যোগ দিয়ে খুশি রোনালদোও। ক্লাবটির বিবৃতিতে সিআরসেভেন বলেন, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335