শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

আবারও আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান

জিটিবি নিউজ ডেস্ক : তৃতীয় বারের মতো আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন তারকা লেগ স্পিনার রশিদ খান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মোহাম্মদ নবি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তাই আবারও রশিদ খানের ওপর ভরসা রাখতে হলো আফগান ক্রিকেট বোর্ডকে। যদিও বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় গতবার এই তারকা লেগ স্পিনার নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। নেতৃত্ব পাওয়ার পর রশিদ বলেছেন, ‘অধিনায়কত্ব বিশাল এক দায়িত্ব। দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আমার আছে। ছেলেরা দারুণ, তাদের সঙ্গে আমার বোঝাপড়া ভালো, আমি স্বচ্ছন্দও। আমরা একসঙ্গে থাকার চেষ্টা করব, সবকিছু ঠিকঠাক রাখতে কঠোর পরিশ্রম করব। যাতে করে আমাদের দেশ ও জাতির জন্য গর্ব আর আনন্দ বয়ে আনতে পারি। ’ ২০১৯ সালে তিন মাসের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন রশিদ। সব মিলিয়ে রশিদের অধীনে ১৬টি ম্যাচ খেলে আফগানরা জিতেছে ৭টিতে। তার নেতৃত্বেই ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতেছিল আফগানিস্তান। এই দফায় রশিদের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী ফেব্রুয়ারিতে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335