gtbnews
- ২৪ মার্চ, ২০১৬ / ৩৭৩ বার পঠিত
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর আয়োজনে আগামী ১লা এপ্রিল (শুক্রবার) ৩য় খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব’১৬ খুলনা সরকারী মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘যুক্তির জোয়ারে তারুণ্যের জয়গান’ শ্লোগানকে সামনে রেখে যুক্তিবাদী তারুণ্যদীপ্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে এ আয়োজন।
খুলনা বিভাগের বিভিন্ন জেলার স্বনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক বিতর্কপ্রেমী শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এ উৎসবে থাকবে বর্ণাঢ্য র্যালী, উদ্বোধনী পর্ব, প্রদর্শনী বিতর্ক, প্রথিতযশা বিতার্কিকদের তত্ত্বাবধানে বিতর্ক কর্মশালা, কুইজ, উন্মুক্ত বক্তব্য, তারকা-আড্ডা, পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণী।
বর্নিল এ আয়োজনের প্রস্তুতি চলছে। যে কোন শিক্ষার্থী আগামী ২৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে রেজিস্ট্রেশন করতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭১২৯৫২৯৯৫, ০১৭৮৪৬১০৩৩২, ০১৯৬৯৭৯৫৯২৪. লগ ইন:
www.ndf-bd.com