বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন
বগুড়া থেকে আল আমিন মন্ডলঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন পালন উপলক্ষে শুক্রবার বাদজুম্মা বগুড়া গাবতলী’র ‘জিয়াবাড়ী’ বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে উপস্থিত ছিলেন নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিএনপির নেতা মাহফুজার রহমান ফারুক, হাফিজার রহমান, খালেক তালুকদার, সানা তালুকদার, পাশা তালুকদার, খোকন তালুকদার, মিঠু তালুকদার, যুবদল নেতা নজরুল ইসলাম বজলু, ছাত্রদল নেতা তারিকুর রহমান প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাওঃ হামিদুর রহমান। এছাড়াও গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়। এউপলক্ষে কাগইলে মিষ্টি বিতরণ করা হয়। অপরদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এক ‘অভিনন্দন বার্তা’য় তারেক রহমানের দূীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং জন্মদিনের দোয়া-অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।