মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার শুক্রবার ১ কোটি ৩৮ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, অত্র কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাইফুলার রহমান তোতা চৌধুরী, সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি ও উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক শামিকুল ইসলাম লিপন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাদশা, আওয়ামীলীগ প্রচার সম্পাদক মতিয়ার রহমান লাভলু, আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, সাবেক কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম, যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, যুবলীগ নেতা নির্মল মিত্র, গোলাম মোস্তফা, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, ব্যবসায়ী অরজিৎ সাহা, গণজাগরণ মঞ্চের উপজেলা মুখপাত্র আশরাফুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলামইল হোসেনের পক্ষে আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।