সোমবার, ০৬ মে ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

নাটোরে অতিরিক্ত শীতের কারণে ফেটে গেল রেললাইন

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। স্টেশন মাস্টারের দাবি, অতিরিক্ত শীতের কারণে এই ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাধনগর রেল স্টেশনের উত্তরে ২৪৪ নম্বর ব্রিজের কাছে ফাটল দেখে স্টেশন মাস্টারকে অবহিত করেন আনসার সদস্য মিজানুর রহমান। রেলওয়ের মেরামত কর্মীরা রাত সাড়ে ৯ টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ করে।

রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিজানুর রহমান জানান, আমরা রেলপথে টহল দেয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানাই।

 

এ বিষয়ে মাধনগর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামিম হোসেন জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠাণ্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে রেললাইন ফাটার খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে ইঞ্জিনিয়াররা এসেছেন, এবং মেরামতে কাজ শুরু করেছেন। তিনি বলেন, অতিরিক্ত ঠাণ্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনার পর কিছু সময় ট্রেন ধীর গতিতে চললেও সবসময় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বর্তমানেও রয়েছে। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335