রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ফাইলা পাগলার মেলায় মাদক সেবন রোধে অভিযান

টাঙ্গাইলের সখীপুরে ফাইলা পাগলার মেলায় মাদক সেবন রোধে অভিযান চালিয়ে অর্ধশতাধিক খুপরি ঘর উচ্ছেদ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দাঁড়িয়াপুর ফাইলা পাগলার মাজারের আশপাশে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ঐতিহ্যবাহী ফাইলা পাগলার মেলা এলাকা থেকে মাদকদ্রব্য জব্দের লক্ষ্যে শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রি ও সেবনের ৫০-৬০টি খুপরি উচ্ছেদ করা হয়। এসব খুপরি ঘর থেকে বিক্রি করা গাঁজা স্থানীয় যুবকেরা কিনে সেবন করছিলেন। আবার কেউ কেউ খুপরিতে আসর বসিয়েছিলেন।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মেলায় অস্থায়ীভাবে স্থাপন করা ছাপড়া বা খুপরিতে গাঁজা বিক্রি ও সেবন করা হয়। ওই সব খুপরি উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া মেলা পরিচালনা কমিটিকেও এ বিষয়ের সতর্ক করা হয়েছে।

 

উল্লেখ্য, ফাইলা পাগলার মেলা প্রায় ৭৪ বছর ধরে উদযাপন হয়ে আসছে। হিজরি রজব মাসের প্রথম দিন থেকে মেলা শুরু হয়ে মাসব্যাপী চলে এর কার্যক্রম। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335