সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

নির্বাচন সুষ্ঠু করতে আমরা দৃঢ় ছিলাম : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা অত্যন্ত দৃঢ় ছিলাম। আমরা চিন্তাভাবনা করে রেখেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে আমাদের মতো করে সিদ্ধান্ত নেব।’

বৃহস্পতিবার সফলভাবে ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসি আনিছুর বলেন, ‘আমরা সাড়ে ৩টায় যদি শেষ ব্রিফ করতাম তাহলে তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হতো না। কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে সেগুলো আমরা তাদের দেখাতে পারি। আর যারা সাদাকে কালো দেখেন, তারা কালোই দেখবেন।’

ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের নির্বাচন কমিশন সচিবালয় সচিবের সভাপতিত্বে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনসহ নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তাগণকে উপস্থিত ছিলেন। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335