শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপু‌রের গোড়াই এলাকায় এক‌টি গার্মেন্টসের শ্রমিকরা বেতনভাতার দাবিতে ফ্যাক্টরি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ ক‌রে‌ছে। বৃহস্প‌তিবার (৪ জানুয়া‌রি) নিউটেক্সের শ্রমিকরা রাত পৌনে ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে ।

খবরে বলা হয়, সড়ক অবরোধের ফ‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উভয় পাশের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহনের চালক ও যাত্রীরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়‌কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

কারণ হিসেবে জানা যায়, সরকার পোশাক কারখানার শ্রমিকদের জন্য সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতন স্কেল ঘোষণা করলেও কারখানার মালিকপক্ষ এখন পর্যন্ত কার্যকর করেননি। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এর প্রেক্ষিতেই গোড়াই শিল্পাঞ্চলের নিউট্রেক্স গ্রুপ অব ইন্ডান্ট্রিজ, খান গার্মেন্টসসহ কয়েকটি পোষাক কারখানার শ্রমিকরা গোড়াইয়ের হাটুভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প‌রে খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এএসএম মনসুর মুসা, মির্জাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ও গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি মোল্লা মো. টুটুল ঘটনাস্থলে গিয়েছেন বলেও গণমাধ্যম সূত্রে জানা যায়। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335