রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন রমজান কাদিরভ

রাশিয়ার অন্যতম কেন্দ্রীয় নেতা এবং চলমান যুদ্ধের একজন শীর্ষ কমান্ডার রমজান কাদিরভ বলেছেন, ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রদেশের প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে কাদিরভ বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে অভিযান চালাচ্ছে, আমরা যদি তাদের স্টাইল বা রণকৌশল অনুসরণ করি— তাহলে আগামী তিন মাসের মধ্যে, অর্থাৎ শীত শেষ হওয়ার আগেই কিয়েভের দখল নেওয়া সম্ভব।

তিনি বলেন, কিন্তু আমাদের প্রেসিডেন্ট (ভ্লাদিমির পুতিন) বারবার নির্দেশ দিয়েছেন যে ইউক্রেনের ভবন ও অবকাঠামোগত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি যেন সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়। এ কারণে আমাদের খানিকটা বেশি সময় লাগবে…তবে আশা করছি, ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যেই এই যুদ্ধ শেষ হয়ে যাবে।

 

এই চেচেন নেতা বলেন,  ইউক্রেনীয় বাহিনীর লোকবল, গোলাবারুদ ও রসদের যে অবস্থা, তাতে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি—২০২৪ সালের জুনের আগেই তারা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলবে।

সাক্ষাৎকারে রমজান কাদিরভ আরও বলেন, ইউক্রেনে রুশ সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করছে এবং চেচেন সেনারা রুশ বাহিনীর সামনের সারিতে রয়েছে। ()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335