রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনে চলছে পঞ্চম দিনের আপিল শুনানি

জিটিবি অনলাইন ডেস্ক :- জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়।

আজকের শুনানিতে বেলা ১১টা পর্যন্ত মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন নরসিংদী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সোলায়মান খন্দকার, রংপুর-৪ আসনের কৃষক শ্রমিক লীগের প্রার্থী মোহাম্মদ আবু শামিম হাবীব, কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দীন প্রমুখ।

অন্যদিকে মনোনয়ন বাতিলই থাকছে, এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন—ঢাকা-১০ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী এইচ এম মাসুম বিল্লাহ, কুমিল্লা-৩ আসনের ন্যাপ প্রার্থী ফোরকান উদ্দিন আহমেদ, রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবির।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন বৈধ ও অবৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তাদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে এখন।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনার ও কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত আছেন।

()

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335